শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাত হয়ে জাহাজ ছুটছে ফরাসি উপকূলে!

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মডার্ন এক্সপ্রেস নামের পানামায় নিবন্ধিত জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যেতে না পারলে সেটি সোমবার রাতে বা মঙ্গলবার ভোরের দিকে আটলান্টিকে ভেসে উপকূলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্র পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবন থেকে পণ্য নিয়ে ফ্রান্সে যাওয়ার পথে ১৬৪ মিটার দীর্ঘ জাহাজটিতে ত্রুটি দেখা দেয় এবং সেটি কাত হতে শুরু করে।

160201005630_modern_express_640x360_reuters_nocredit

৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে থাকা জাহাজটি সোজা করতে ব্যর্থ হয়ে গত সপ্তাহেই জাহাজটির ২২ জন নাবিকের সবাইকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। দু’দিন আগে উত্তাল সাগরে জাহাজের একটি ‘টো লাইন’ ছিঁড়ে যায়। ফলে টাগবোট দিয়ে টেনে জাহাজ সোজা করা আরও কঠিন হয়ে পড়ে। বাজে আবহাওয়ার কারণে রোববার উদ্ধার অভিযান ব্যাহত হয়।160131234551_ship_624x351_reutersmarinenationale_nocredit

160131234623_ship_624x351_ap_nocredit সোমবার আরও একবার জাহাজটি সোজা করার চেষ্টা হবে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।

জাহাজে প্রায় ৩০০ টন জ্বালানি রয়েছে জানিয়ে একটি ফরাসি পত্রিকা লিখেছে, উপকূলে আছড়ে পড়া অনিবার্য হয়ে উঠলে জাহাজ থেকে তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। উল্লেখ্য, ২০০২ সালে তেলবাহী ট্যাংকার প্রেস্টিজ স্পেনের উত্তর উপকূলে ডুবে গেলে প্রায় ৫০ হাজার টন জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়ে, দূষণ ঘটে কয়েক হাজার মাইল এলাকায়।