শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সত্য প্রকাশে অবিচল থাকবে যুগান্তর: নুরুল ইসলাম

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২, ২০১৬

বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেছেন, শত বাধা ও চাপ মোকাবিলা করে যুগান্তর সত্য প্রকাশে অবিচল রয়েছে।jugantor_annyversary_3003

তিনি বলেন, যত চাপই আসুক না কেন যুগান্তর ভবিষ্যতেও তাই থাকবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো এবং সাদাকে সাদাই বলবে।

যুগান্তরের ১৭ বছর পদার্পণ উপলক্ষে ‘স্বজন সমাবেশ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পত্রিকার স্বত্বাধিকারী নুরুল ইসলাম এসব কথা বলেন।

যুগান্তর সম্মেলন কক্ষে সোমবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনই ১৭ বছরে পা দেয় জননন্দিত এ দৈনিকটি।

নুরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই যুগান্তর গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। পাঠকপ্রিয়তা পেয়ে এসেছে। লাখো পাঠকের ভালোবাসায় সিক্ত যুগান্তর আজকের এ অবস্থানে এসেছে অনেক চড়াই-উৎরাই পার করে। কিন্তু কখনো সত্য প্রকাশের পথ থেকে সরে আসেনি।’

তিনি বলেন, ‘সত্য প্রকাশ করা, সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলাই যুগান্তরের নীতি। যতদিন বেঁচে থাকব, যুগান্তর ও যমুনা টেলিভিশন এ নীতিতে কোনো আপস করবে না।’

যুগান্তর স্বত্বাধিকারী বলেন, যুগান্তর দেশের ১৬ কোটি মানুষের পাশে থাকবে। সবসময় দুঃখী, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। দেশ ও দেশবাসী যাতে উপকৃত হয় এমন প্রতিবেদন প্রকাশ করবে।

যুগান্তরের সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষ উপকৃত হয় এ ধরনের সংবাদে আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে। জনগণই সাক্ষ্য দেবে- আমরা সত্যের পথে চলছি।’

অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, ‘পাঠকের চাহিদানুযায়ী যুগান্তর সত্য খবর প্রকাশে আপসহীন। এজন্য যুগান্তরের সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েই যুগান্তর আরও এগিয়ে যাবে।’

যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, যুগান্তর দ্রুততম সময়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের সন্ধানে এগিয়ে চলছে। ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে।

স্বজন সমাবেশের এ অনুষ্ঠানটিকে ঘরোয়া অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন, আহমেদ দীপু ও এহসানুল হক বাবু, বার্তা সম্পাদক আবদুর রহমান, নগর সম্পাদক বিএম জাহাঙ্গীর, যুগান্তর অনলাইন ও ইকোনমিক এডিটর হেলাল উদ্দিন, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, যমুনার অনুসন্ধানী টিম থ্রি-সিক্সটি ডিগ্রির প্রধান মিজান মালিক, ফিচার এডিটর রফিকুল হক দাদুভাইসহ যুগান্তর পরিবারের সদস্যরা।

এদিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সোমবার সারা দেশে দৈনিক যুগান্তরের ১৬ বছর পূর্তি এবং ১৭ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। যুগান্তর অফিস ও প্রতিনিধিদের সহায়তায় স্বজন সমাবেশের শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটাসহ নানা আয়োজনে দেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।