বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

‘জঙ্গিবাদ মোকাবেলায় গণমাধ্যমকে এক সঙ্গে কাজ করতে হবে’

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৫, ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সংবাদপত্রসহ সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ইংরেজি সংবাদপত্র দি ডেইলী স্টারের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সরকারের সমালোচনা করেন কিন্তু তা যেন অবশ্যই তথ্যভিত্তিক হয়, একপেশে না হয়।

পথচলার ২৫ বছর। দেশের শীর্ষ ইংরজি দৈনিক দ্য ডেইলি স্টার এর রজত জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। অনুষ্ঠানে ছিলেন দেশি-বিদেশি সংবাদিক, যারা মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশ দেখেছেন, এখন দেখছেন সেই দেশের এগিয়ে চলা।KL96CATMlF2l

দি ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ এখন সামনে এগিয়ে যাচ্ছে। অনুন্নত দেশ, অশিক্ষা, অপুষ্টি এবং বাংলাদেশে পারে না এমন সব বিষয় থেকে উৎরে আসছে।

ভারতের সাংবাদিক ও কলামিস্ট কুলদিপ নায়ার বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার আত্নবিশ্বাস অনেক গভীর। তারা যেকোনো ধরনের ভয় ও হুমকি মোকাবেলা করার ক্ষমতা রাখে।

শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পত্রিকাটি দল মত নির্বিশেষে প্রায় সকলের কথা তুলে ধরেছে। সত্যকে অবলম্বন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। এর একটি মাত্র পক্ষপাত, সেটি হলো মুক্তিযুদ্ধের পক্ষে।

রাষ্ট্রপতি বলেন, সরকার যেমন সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে তেমনি গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারাই একটি সাংবাদিককে পেশাগত উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারে। আপনারা সরকারের এমনকি আমারও সমালোচনা করবেন। তবে মনে রাখতে হবে তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈশিক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। তিনি বলেন, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এখন আর কোনো দেশের একক ভূখণ্ডের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। ধর্মকে ব্যবহার করে কেউ যেন অন্যায় কিছু করতে না পারে সেজন্য গণমাধ্যমকেই ভূমিকা নিতে হবে। সংবাদপত্রসহ সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। আমি আশা করি সকল গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতির উন্নয়নে সচেষ্ট থাকবে। দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আরো সচেষ্ট হবে।

এর আগে রজত জয়ন্তী উপলক্ষে দেশ-বিদেশের ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় ডেইলি স্টার। বিশিষ্টজনদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।