মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কীর্তনখোলা চরে ১৮০ যাত্রী নিয়ে আটকা স্টিমার

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৬

tolarনিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়ার চরে আটকে গেছে স্টিমার পিএস মাহসুদ। মোরেলগঞ্জগামী ৭৩ জন যাত্রী নিয়ে চরকাউয়ার চরে আটকে আছে স্টিমারটি। রোববার ভোর ৬টায় ১৮০ জন যাত্রীসহ আটকা পড়ে এই নৌযানটি। স্টিমারের বরিশালগামী যাত্রীরা সেখানেই নেমে গেছেন। এখন ৭৩ যাত্রী নিয়ে আটকে আছে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বরিশাল বিআইডব্লিউটিসির ম্যানেজার এ কে আজাদ জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় মোরেলগঞ্জগামী পি এস মাহসুদ ১৮০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। স্টিমারটি আজ ভোর ৬টার দিকে বরিশালের চরকাউয়ায় এলে ঘন কুয়াশার কারণে চরে আটকে যায়। এ সময় স্টিমারের বরিশালগামী যাত্রীরা সেখানেই নেমে যান। এখন মোরেলগঞ্জগামী ৭৩ যাত্রী নিয়ে আটকা আছে স্টিমারটি। দুপুর ১২টায় জোয়ার এলে স্টিমারটি মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে যেতে পারবে।