শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৬

National_brid
ঢাবি : পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেছেন, ‘অক্সিজেন যে রক্ষা করে গাছ আর গাছকে রক্ষা করে পাখি। আমাদের দেশে বড় বড় জলাশয়গুলোতে কে গাছ লাগায়? সেটা এই পাখি। হাঁস ও অন্যান্য পাখি জলাশয়ে যে মল ত্যাগ করছে তা নাইট্রোজেন সার।’

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বরকত স্মৃতি সংগ্রহশালার ফ্রেপড মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ আয়োজিত বাংলাদেশের পাখি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। উদ্ভিদের সার যোগান থেকে শুরু করে বনভূমির পোকা নিয়ন্ত্রণ করে পাখি।

আলোচনা সভায় পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, ঢাবি পরিবেশ সংসদের সভাপতি সাব্বির হাসান, পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন রেজা রাসেলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাখিপ্রেমী শিক্ষার্থীরা অংশ নেন।

পবার চোয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘দেশের প্রাকৃতিক বন সংরক্ষণের দিকে সকলকে আন্তরিক হতে হবে। তা হলে আমাদের পাখি রক্ষা পাবে।’

সভাপতি সাব্বির হাসান বলেন, ‘যেসব পাখি বিলুপ্ত সেগুলো তো আর নেই। তবে যেগুলো বিলুপ্তপ্রায় সেগুলো সংরক্ষণের উদ্যোগ নিতে হবে সবাইকে।’