শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যেভাবে ধরা পড়ল মােটর সাইকেল চোর ! শুনলে অবাক হবেন আপনিও

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৬

গাজীপুরের শ্রীপুরে সুন্দর একটি পিকনিক স্পট মনপুরা। এর মালিক মেম্বার নুরুল হক বাইকেই যাতায়ত করেন। গত ২৮ তারিখ তার ছেলে বাইক নিয়ে কলেজ গিয়েছিল, ক্লাশ শেষে স্ট্যান্ড এ গিয়ে তো ছেলের মাথায় হাত, কোথাও নেই বাইক। সাথে সাথে বাবাকে ফোন দিলো সে।12717208_853875248058665_4932154328265936841_n

হক সাহেব তার মোবাইলের একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে দেখতে পেলেন যে বাইকটি প্রায় ৬০ কিমি দূরে মাওনার দিকে ছুটে যাচ্ছে। তৎক্ষণাৎ ফাইন্ডার কাস্টমার কেয়ারে ফোন দিলেন তিনি এবং আরেকটি বাইকে করে রওনা হলেন মাওনার দিকে, তার অনুরোধে বাইকের অবস্থানের আপডেট কিছুক্ষন পরপর জানানো হতে লাগল, এবং সেই সাথে মাওনা পুলিশ ফাঁড়ি এবং হাই ওয়ে পুলিশ কে জানানো হল।12651250_853876431391880_7869306600778173829_n 12661965_853875481391975_2055866762076514929_n 12661979_853875424725314_3191744614363769524_n 12669726_853875484725308_1266757619707380527_n

মাওনার সোলিং মোড়ে পুলিশ আসার পরে কাস্টমার কেয়ার থেকে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হল। তিন থেকে চার মিনিটের মাথায় দুইজন বাইক চোর বাইক সহ ধরা পড়ল।
হক সাহেব তার গাড়িতে ইন্সটল করেছিলেন ফাইন্ডার ট্র্যাকিং ডিভাইস, আপনার বাইক,গাড়ি, মাইক্রোবাস বা ট্রাক নিরাপদ রাখতে আপনিও ইন্সটল করতে পারেন এই ডিভাইস। বিস্তারিতঃ ০১৮১৯- ৩৪৬ ৩৩৭

আরাে বিস্তারিত জনতে ক্লিক করুন