শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ইউপি নির্বাচন ২২ মার্চ

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১১, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ (বৃহস্পতিবার) প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব এলাকায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৩-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ। ছয়টি ধাপে এ নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

Transparent ballot boxes are being sent to different polling centers from yesterday. The parliamentary election will be held in December 29 this year. Rajshahi, Bangladesh. December 12 2008

জানা যায়, দ্বিতীয় ধাপের ৭১০ ইউপির নির্বাচন ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচর ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭২৮টি ইউপির নির্বাচন ৭ মে, পঞ্চম ধাপে ৭১৪টি ইউপির ২৮ মে এবং ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপির নির্বাচন ৪ জুন।

দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে এসব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে। সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনো কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।