শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আসছে ফ্লাইং কার

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১২, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০১৭ সালে বাজারে আসছে এরোমোবিল ৩.০ নামে এক ফ্লাইং কার।150317095116-aeromobil-780x439-696x392

এ উড়ুক্কু যানের স্রষ্টা এরোমোবিল নামে স্লোভাকিয়ান প্রতিষ্ঠানটি সম্প্রতি ওয়েবসাইটে এ খবর প্রকাশ করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই অটোমোবিলটি মুহূর্তেই নিজেকে এরোপ্লেনে রূপান্তরিত করতে পারে। যানটির পেছনে রয়েছে একমাত্র প্রোপেলার।

প্রায় ২০ ফিট লম্বা, গ্যাসচালিত এই যন্ত্রটিতে রয়েছে ভাঁজ করতে পারা ও মেলে ধরতে সক্ষম বিশেষ ধরনের ডানা।

এই ফ্লাইং কারটিতে পাইলট ও যাত্রী, মোট দুজনের আসন রয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, সড়কে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল গতিবেগ তুলতে সক্ষম এই যানটি শূন্যে সর্বোচ্চ ১২৪ মাইল গতিতে উড়তে পারবে।

রিফুয়েলিং ছাড়াই ফ্লাইং কারটি একটানা ৪৩৫ মাইল পথ পাড়ি দিতে সক্ষম।

অস্ট্রিয়ায় তৈরি ইস্পাতের ফ্রেম ও কার্বন কোটিং-এ নির্মিত এই গাড়িটিতে রয়েছে চার সিলিন্ডারযুক্ত রোট্যাক্স-৯১২ এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন।

তবে, দামের বিষয়টি এখনও স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।