শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ছেলেদের ত্বকের যত্ন

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১৪, ২০১৬

লাইফস্টাইল ডেস্ক: গরম, ধুলোবালি ইত্যাদির কারণে ছেলেদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বেড়ে যেতে পারে ত্বকের তৈলাক্ততা। ছেলেদের ত্বকের তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন। চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন- প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন। সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ বা ভালো মানের সাবান দিয়ে মুখ ধুয়ে নিন। বেসন বা মসুর ডাল বাটাও হতে পারে মুখ ধোয়ার উপকরণ। আবার বেবিসোপ, ডাভ, নিভিয়া, নিউট্রোজেনো সোপ দিয়েও মুখ ধুতে পারেন।

যাদের মুখে ব্রণ রয়েছে তাদের শেভ করে ফেলা উচিত। শেভ করলে ত্বক শুষ্ক হয়। তাই শেভের আগে গরম পানির ভাপ নিতে হবে। অথবা একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মুখের ওপর ধরে রাখুন। ব্লেড সব সময় একদিকে চালাবেন। শেভের পর অবশ্যই আফটার শেভ লোশন লাগাতে হবে। তা যেন নন-অ্যালকোহলিক হয়।Bappy Chowdhury 5

শেভের ফলে মুখের আর্দ্রতা চলে যায়। যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ল্যাভেন্ডার অয়েল, স্যাগি, মিন্ট, টি ট্রি তেল স্কিন টোনার হিসেবে লাগাবেন। বাইরে রোদে যাওয়ার আগে নূ্যনতম পিএইচপি ১৫ আছে এমন সানক্রিম লাগিয়ে বেরুবেন।