শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জয়ের কাছেই কম্পিউটার শিখছেন শেখ হাসিনা

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১৪, ২০১৬

hasina pc for boyঢাকা : আইটি বিশেষজ্ঞ ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্পিউটারের হাতেখড়ি হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন।

শেখার কোনো বয়স নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলে দেশে এলে এখনো তার কাছে আমি কম্পিউটারের নানা বিষয় শিখি।’

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ তথ্য জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমিতো ডিজিটাল ছিলাম না। ছেলের কাছেই কম্পিউটার শিখেছি। এখনো শিখছি।’ শিশুদের কাছে অনেক ভালো শেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ- শ্লোগানটি আমরা যখন দিতে শুরু করি, তখন অনেকেই টিপ্পনী কেটেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন অনেকটাই বাস্তব।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের শিশুরা মেধার দিক থেকে অনেক বেশি এগিয়ে। তাদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে ডিজিটাল ক্লাস করে দেয়া হয়েছে। এখন একটা ল্যাপটপ কিনতে বেশি টাকা লাগে না। আমরা সহজ করে দিয়েছি। বাংলাদেশে সব কিছু ডিজিটাল করে দিয়েছে। সব কিছু এখন সহজ হয়ে গেছে।’