শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভারতে স্কুলে হামলা চালানো চিতাবাঘটি পালিয়েছে

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১৬, ২০১৬

1455600888ভারতের ব্যাঙ্গালোরে স্কুলে তাণ্ডব চালানো চিতাবাঘটি পারিয়ে গেছে। গত আট ফেব্রুয়ারি এই চিতাবাঘটির আক্রমণে ছয়জন আহত হয়েছিল।

স্কুলে তাণ্ডব চালানোর পরে চেতনা নাশক ইনজেকশন দিয়ে চিতাবাঘটিকে চিকিৎসার জন্য বানেরঘাটা ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রবিবার খাঁচা ভেঙ্গে পালিয়ে যায় বাঘটি। তবে কর্মকর্তারা জানিয়েছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। পার্কের পরিচালক সন্তোষ কুমার বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ বাঘটি এখন পার্কের ভেতরেই আছে।

ভারতে সর্বশেষ প্রাণী শুমারিতে জানা গেছে ১২ থেকে ১৪ হাজার চিতাবাঘ আছে ভারতে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেখা গেছে যে চিতাবাঘ বা এই গোত্রীয় প্রাণী জনসম্মুখে এসে তাণ্ডব চালিয়েছে। প্রাণী সংরক্ষণবাদীদের সতর্ক করেছেন, বনভূমি দখলের পরিমাণ বেড়ে যাওয়ায় এই ধরণের তাণ্ডবের পরিমাণ বৃদ্ধি পাবে। বিবিসি।