বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিয়ের আসর থেকে দৌড়ে পালালেন বর…….

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৬

নিউজ ডেস্ক:  190828_1লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেখে ভোঁ-দৌড় দিলেন বর ইকবাল হোসেন। তার সঙ্গে সঙ্গে বরযাত্রীরাও গেলেন পালিয়ে। বুধবার দুপুরে লোহাগড়া কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে ইউএনও সেলিম রেজা উপস্থিত হওয়ার পরেই এমন ঘটনা ঘটে। সেখানে আয়োজন করা হয়েছিল নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের। কিন্তু লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা বিয়ে বন্ধ করে দিয়েছেন।

কনের নাম আয়েশা খানম (১৪)। সে লোহাগড়া পৌর সভার জহুর বিশ্বাসের মেয়ে ও লোহাগড়া বাজার এলাকায় এমকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বর ইকবার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রমতে, নবম শ্রেণির ছাত্রী আয়েশা সঙ্গে ইকবালের বিয়ে ঠিক হয়। দুপুরে লোহাগড়া কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বাল্যবিয়ের খবর চলে যায় ইউএনওর সেলিম রেজার কাছে। তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।

পরে ‘উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না’ মর্মে কনের মায়ের কাছ থেকে মুচলেকা নেন। উৎসঃ বাংলামেইল২৪