শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৯ বছর পরও কবরে অক্ষত লাশ!

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী কোম্পানীগঞ্জের বুচ্চ গ্রাম নদীর পাশেই ১৯ বছর পর অক্ষত রয়ে গেছে লাশ! আল্লাহ আকবার । নদী ভাঙ্গনের ফলে মাটি চলে যাওয়ায় লাশটি দেখা যায়, পরে স্থানীয় লোহজন তা দেখে লাশটিকে আবার ২য় বার দাপন করে। ১৯ বছর পর অক্ষত অবস্থায় কবর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। এ সময় কাফনের কাপড়ও অক্ষত অবস্থায় পাওয়া গেছে।12705375_1083315431732401_7039657719611252809_n (1)

এলাকাবাসী জানায়, ধরলা নদীর ভাঙনে কবর ভেঙে গেলে এলাকাবাসী ভাঙা কবর থেকে লাশ উদ্ধার করে সোমবার বিকালে ফের কবরস্থ করেছে। এ আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে নোয়াখালী কোম্পানীগঞ্জের বুচ্চ গ্রাম নদীর পাশেই।

12705375_1083315431732401_7039657719611252809_n 12733378_1083315428399068_3485132398326313830_n
এর ৮ বছর আগেও ধরলার ভাঙনের মুখে তার লাশ অক্ষত অবস্থায় কবর থেকে বের হলে গ্রামবাসী কবরস্থানে দাফন করে। এবারও কবরস্থানটি ভাঙনের কবলে পড়ে লাশ বের হয়ে এলে গ্রামবাসী উদ্ধার করে ধরলা নদীর পূর্ব প্রান্তের চরমাধবরাম গ্রামের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে তৃতীয়বারের মতো দাফন করে।12741880_1083315435065734_4057836094585232668_n

এদিকে ৩২ বছর পর লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। এ সময় আশপাশের এলাকার হাজার হাজার মানুষ লাশটি একনজর দেখার জন্য ছুটে আসেন। তবে ইসলামী শরিয়ায় বাধ্যবাধকতা থাকায় লাশের মুখ কাউকে দেখতে দেয়া হয়নি।