বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা গ্রেফতার

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২২, ২০১৬

1456114452

নিজস্ব প্রতিবেদক: কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনার মূল হোতা থমাস পিটার নামে এক জার্মানির নাগরিককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পিটার ছাড়াও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরকার।

এর আগে ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় বনানী থানায় দায়েরকৃত একটি মামলার তদন্ত করছে ডিবি পুলিশ।DB POLICE

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, আরো অন্তত ২১ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।12729291_10201156972722034_4836508405895773140_n 12734290_10201156973242047_2546942411350329794_n

বিষয়টি জানাজানি হলে ইবিএল ব্যাংকসহ একাধিক ব্যাংক এটিএম সেবা বন্ধ রাখে। অনেক ব্যাংক টাকা উত্তোলনের পরিমাণ কমিয়ে আনে। এতে বুথ থেকে টাকা উত্তোলনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।