শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আইএসের হাত থেকে উদ্ধার সুইডিশ মেয়ে

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৩, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে ১৬ বছর বয়সী এক সুইডিশ মেয়েকে উদ্ধার করেছে দেশটির কুর্দি বাহিনী। মেয়েটির নাম মারলিন স্টিভানি নিভারলেইন। সুইডেনের বোরাসের বাসিন্দা সে। গত বুধবার মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার কুর্দি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। খবরে বলা হয়, মেয়েটিকে ইসলামিক স্টেট জঙ্গিরা ভুল বুঝিয়ে সুইডেন থেকে সিরিয়া তারপর ইরাকের মসুলে এনেছিল।news_img
এদিকে সুইডেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক দৈনিকে বলেন, এ ধরনের কোনো সংবাদ তাদের জানা নেই। মেয়েটির জন্য ইরাকের কুর্দিস্তান রিজন সিকিউরিটি কাউন্সিল (কেআরএসসি) একটি বিবৃতি দিয়েছে, যেখানে মেয়েটির নাম ও ছবি দেয়া হয়েছে। সুইডেন ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে নিজ দেশে ফিরিয়ে নেবার আর্জি জানিয়েছে কুর্দিস্তান রিজন সিকিউরিটি কাউন্সিল।

মেয়েটি বর্তমানে কেআরএসসি’র কাছে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে তাকে সঠিক কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। শিগগিরি সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানায় কেআরএসসি।