বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাংলাদেশকে করতে হবে ১৬৭ রান জিততে হলে (সরাসরি সম্প্রচার)

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৬

স্পাের্টস ডেস্ক: ফাল্গুনের হঠাৎ বৃষ্টিতে বেশ মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। উষ্ণ ফাগুনে বৃষ্টি আরামদায়ক শীতলতা এনে দিলেও তা যে অনিশ্চয়তায় ফেলেছে এশিয়া কাপে বাংলাদেশ ও ভারত টি-টোয়েন্টি ম্যাচটাকে। অবশ্য বিকেল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পৌঁছে দেখা যায়, মাঠের ত্রিপলগুলো উঠিয়ে নেওয়া শুরু করেছে মাঠকর্মীরা। পানি নিষ্কাশনের কাজ করছে তারা। ধারণা করা হচ্ছে, পুনরায় বৃষ্টি না হলে যথাসময়ে অর্থ্যাৎ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। ভারতীয় দলের লিঁয়াজো অফিসার হাসানুজ্জামান ঝড়ু বলেন, ‘ভারতীয় ক্রিকেট দল বিকেল পাঁচটায় হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবে।’ ভারতের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলও একই সময়ে হোটেল ত্যাগ করবে। YYYYYYY

Indian cricketer Suresh Raina (R) makes the catch to run out Bangladesh cricketer Soumya Sarkar (C) during the first One Day International (ODI) cricket match between Bangladesh and India at The Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on June 18, 2015.  AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

বৃষ্টির শঙ্কা পেছনে ফেলে নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে ভেজা উইকেটে আগে ব্যাট করতে হচ্ছে সফরকারী ভারতকে। ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামে ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। তবে শুরুতে সুবিধা করতে পারেনি তারা। প্রথম ওভারে তাসকিন আহমেদ দেন মাত্র দুই রান। তবে দ্বিতীয় ওভারেই চমক দেখান দীর্ঘদিন পর বাংলাদেশের হয়ে খেলতে নামা পেসার আল আমিন হোসেন। নিজের তৃতীয় বলে শিখর ধাওয়ানের স্ট্যাম্প উপড়ে ফেলেন তিনি। মাত্র চার রানে এক উইকেট হারিয়েছে ভারত।