শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্রন্থমেলা সাময়িক স্থগিত

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৬

নিউজ ডেস্ক: বৈরি আবহাওয়ার কারণে অমর একুশে গ্রন্থমেলা সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ ঘোষণা দেন । বুধবার সকালে হঠাৎ করেই রাজধানীতে বৃষ্টি নামে। বইতে থাকে ঝড়ো হাওয়া। এরই প্রভাব পড়ে মেলায়। পূর্বপ্রস্তুতি না থাকায় অনেক স্টলের বইপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। ঝড়ে উড়ে গেছে বেশ কয়েকটি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানের মেলাচত্বরেও জমেছে হাঁটু পানি। সরেজমিনে দেখা গেছে, মেলাচত্বরে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দিচ্ছে না মেলা কর্তৃপক্ষ।শুধু বিভিন্ন প্রকাশনীর নিরাপত্তা পাশধারী সদস্যদের সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তারা স্টল থেকে ভেজা বইপত্র ভ্যানে করে বাংলাবাজারে নিয়ে যাচ্ছেন।12512261_1055963441109227_3760502982998349837_n

মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান অংশের মেলার প্রবেশ পথে প্রায় ৬০টি স্টলের বইপত্র ভিজে গেছে। এছাড়া মেলার প্রায় সাড়ে চারশ’ স্টলের বইপত্রও বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে মেলার ক্ষয়ক্ষতির ব্যাপারে অন্বেষা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী শাহাদাত হোসেন যুগান্তরকে বলন, সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালিমন্দির সংলগ্ন প্রায় সব স্টলের বই বৃষ্টির পানিতে ভিজে কমবেশি ক্ষতি হয়েছে।

তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও শাহাদাত হোসেন বলেন, বেশিরভাগ স্টলের ফ্লোরে থাকা সব বই ভিজে গেছে।

মেলা সাময়িক বন্ধের ব্যাপারে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা আইয়ুব মোহাম্মদ খান যুগান্তরকে বলেন, বৃষ্টির পানি জমে যাওয়ায় মেলা সাময়িক বন্ধ রয়েছে। মেলাচত্বরের পানি নিষ্কাশনে ফায়ার সার্ভিস ও সিভিলি ডিফেন্সের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। পানি নিষ্কাশনের পর আজই মেলা চালুর ব্যাপারে কর্তৃপক্ষ আশাবাদী বলেও জানান তিনি।