মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বসন্তে বৃষ্টি, সঙ্গে শিলা (দেখুন ছবিতে)

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৬

 

ঢাকা : সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকারে ছেয়ে যায় ঢাকা। ধারণা করা হচ্ছিল, বৃষ্টি নামতে পারে। গতরাতে ঢাকার আশপাশে ও আরও কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় এ ধারণা করছিলেন মানুষ।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ৫৭ মিনিট পর্যন্ত প্রবল শিলাবৃষ্টি ও সেইসঙ্গে ঝড়ো হাওয়ায় উড়েছে ঢাকা। মাত্র ৭ মিনিটের বৈরি আচরণে হতভম্ব হয়ে পড়ে নগরবাসী।

মৌসুমের এটিই ছিল প্রথম শিলাবৃষ্টি। শিলাখণ্ডের আকারও ছিল বেশ বড়। এতে অনেক ভবনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে প্রকৃতির বরফ। কাচের ওপর শিলাখণ্ড পড়ে প্রচণ্ড আওয়াজ সৃষ্টি হয়। অনেকে ভয় পেয়ে যান।

তবে উচ্ছ্বাসও কম ছিল না নগরবাসীর। জানালা দিয়ে কেউ কেউ হাত বাড়িয়ে শিলাখণ্ড ধরেছেন। কেউ কেউ জমে থাকা প্রকৃতির বরফ হাতে নিয়ে খেলেছেন।

৭ মিনিটের এ শিলাবৃষ্টিতে নগরের বেশ কয়েকটি সড়কে পানি জমে যায়। এতে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। কোথাও কোথাও যানজট লেগে যায়।

কিন্তু ৭ মিনিটের ওই ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টির পর হঠাৎ করেই আকাশে হেসে ওঠে সূর্য। ঝলমলে আলো দেখে বোঝারই উপায় নেই, একটু আগেই কেমন সেজেছিল প্রকৃতি!

s2 s3 s4 s5 s6 s7 s8 s9