শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফের মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৫, ২০১৬

ঢাকা: মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা আরেক দফা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র।

নিজেদের নাগরিকদের প্রতি গত বছরের ১০ নভেম্বর জারি করা ভ্রমণ সতর্কতার মেয়াদ ১ মে পর্যন্ত বাড়িয়েছে দেশটি।

বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক ভ্রমণ সতর্কতায় এসব তথ্য জানানো হয়েছে।us_embassy_5218

ওই সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে এখনও সন্ত্রাসী হামলার ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ ঝুঁকি রয়েছে এবং আরও হামলার আশংকা করছে যুক্তরাষ্ট্র সরকার।

বিশেষ করে বড়সড় সমাবেশস্থলে বিদেশী নাগরিকদের ওপর হামলা হতে পারে বলে আশংকা করছে দেশটি।

এ আশংকার কথা জানিয়ে নিজেদের নাগরিকদের জন্য এই ভ্রমণ সতর্কতার মেয়াদ বাড়ানো হল।

ভ্রমণ সতর্কতায়, মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা, সজাগ ও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির গতি-প্রকৃতি সম্পর্কে হুঁশিয়ার থাকতে বলা হয়েছে।

এছাড়া কোনো কর্মসূচি ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রকাশ্য স্থানে ঘোরা-ফেরা, হাঁটা-চলা, মোটরসাইকেল, সাইকেল ও রিকশা ভ্রমণ, আন্তর্জাতিক হোটেলেসহ যে কোনো বড় সমাবেশে যোগদানে নিষেধ করা হয়েছে।

তবে উগ্রপন্থীদের ঝুঁকির বিষয়টি অনুধাবন করে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ফলে কোনো ধরনের বিরূপ ঘটনার মুখোমুখি না হয়ে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক বাংলাদেশে ভ্রমণ করছে বলেও উল্লেখ করা হয়েছে সতর্ক বার্তায়।