বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দেশে আমিষের চাহিদা পূরণে অবদান রাখছেন নাহার এগ্রো গ্রুপঃ গৃহায়ন মন্ত্রী ইঞ্জি.মোশাররফ

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩, ২০১৬
news-image

চট্টগ্রাম, : জননেত্রী শেখ হাসিনা আমিষের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাহার এগ্রো গ্রুপ সেই প্রচেষ্টা বাস্তবায়নে ভূমিকা রাখছে। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, সবকিছুতে স্বাবলম্ভী হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে এই দেশ মধ্যমানের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। নাহার এগ্রো হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়েছে। প্রতিযোগিতার বাজারে তারা টিকে আছে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মধ্যদিয়ে। এই বাণিজ্যিক প্রতিষ্ঠান দেশের চাহিদার অর্ধেক ডিম সরবরাহের মধ্যদিয়ে মাইলফলক সৃষ্টি করেছে। শুধু বাণিজ্যিক দিক দিয়ে নয়, কর্মসংস্থানের দিক দিয়েও দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখছে। নাহার এগ্রো গ্রুপ জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলছে। শনিবার (৩ ডিসেম্বর) মিরসরাই উপজেলার অবস্থিত দেশের অন্যতম পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপের ফিড মিলস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়নও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। গ্রুপের কো-চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সামসুদ্দোহা শিপলুর সভাপতিত্বে এবং গ্রুপের নির্বাহী পরিচালক লে.কর্ণেল মোহাম্মদ তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রুপেরব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান টুটুল, শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, খামারী জসিম উদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা, গ্রুপের পরিবেশক, কর্মকর্তাও কর্মচারীরা।

প্রসঙ্গত, খামারীদের সঠিক পুষ্টি উপাদানসম্পন্ন সুষম খাদ্যের চাহিদার প্রেক্ষিতে নাহার এগ্রো গ্রুপ বৃহৎকারে অত্যাধুনিক ঘন্টায় ২০ মেট্টিক টন ক্ষমতাসম্পন্ন ফিড মিল চালু করে।