শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

এইচআইভি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে

SONALISOMOY.COM
ডিসেম্বর ৮, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, এইচআইভি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এ বিষয়টি প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

ডা. কামরুল হাসান খান বলেন, ২০১৩ সালের আগ পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এইচআইভি ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মায়েদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। সরকারি পর্যায়ে প্রথমবারের মতো বাংলাদেশে ২০১৩ সালের ১৬মে থেকে এইচআইভি আক্রান্ত গর্ভবতী মায়েদের সেবা প্রদান অবস অ্যান্ড গাইনি বিভাগের মাধ্যমে বিএসএমএমইউ শুরু করেছে এবং এ সেবা অব্যাহত রয়েছে।

জানা যায়, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৪৮ জন এইচআইভি আক্রান্ত গর্ভবতী মাকে পিএমটিসিটি কার্যক্রমের আওতায় সেবা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৮জন মা সুস্থ সন্তান প্রসব করেছেন। এ পর্যন্ত ৩২জন শিশু পরীক্ষার মাধ্যমে এইচআইভি মুক্ত হয়েছে। সব গর্ভবতী মায়েদের বিনামূল্যে এইচআইভি পরীক্ষা এবং এইচআইভি আক্রান্ত মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

র‌্যালিতে অংশ নেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়া ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশন (পিএমটিসিটি)-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী প্রমুখ।