শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কে হবেন টুর্নামেন্ট সেরা?

SONALISOMOY.COM
ডিসেম্বর ৮, ২০১৬
news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট-বলে দারুণ অবদান রেখে বিপিএলের প্রথম দুই আসরে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। তৃতীয় আসরে এ পুরস্কার উঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আসহার জাইদির হাতে। চতুর্থ আসরে কার হাতে উঠবে এ পুরস্কার?

সেরার তালিকায় খুব বেশি নাম নেই। দেশীয় ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ। বিদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ শাহজাদ, সামিত পাটেল, ডোয়াইন ব্রাভো। তবে এদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালই সবার থেকে এগিয়ে। বিদেশীদের মধ্যে সামিত পাটেল এগিয়ে।

চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল এবারের বিপিএলে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে তামিমের রান ৪৭৬। হাঁকিয়েছেন রেকর্ড ৬টি হাফসেঞ্চুরিও। চিটাগংকে অসাধারণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৪টি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দেশসেরা ওপেনার। ফিল্ডিংয়ে নিয়েছেন ৩টি ক্যাচও। মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স ছিল সবচেয়ে আলোকিত। খুলনা টাইটান্সকে অসাধারণ নেতৃত্ব দিয়ে প্লে’অফ পর্যন্ত তুলেছেন পাশাপাশি ব্যাট-বলের অসাধারণ প্রদর্শনী তো ছিলই।

খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ ম্যাচে করেছেন ৩৯৬ রান। এছাড়া বল হাতে ১০ উইকেট ও ফিল্ডিংয়ে ৬ ক্যাচ রয়েছেন খুলনার অধিনায়কের। তামিমের মতো সর্বাধিক ৪টি ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তিনিও যে দাবিবার টুর্নামেন্ট সেরার পুরস্কারের।

রংপুর রাইডার্সের ওপেনার মোহাম্মদ শাহজাদ ১১ ম্যাচে ৩৫০ রান করেছেন। উইকেট কিপিংয়ে ৯টি ক্যাচ ও ৫টি স্ট্যাম্পিং করেছেন আফগানিস্তানের এ ক্রিকেটার। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন একাধিক। ডোয়াইন ব্রাভো বল হাতে বিপিএলে এখন পর্যন্ত সর্বাধিক ২০টি উইকেট নিয়েছেন। ঢাকাকে ফাইনালে উঠাতে ব্রাভোর অবদান অনেক। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে ৮ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৯১ রান।

ব্যাট-বল হাতে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে চমকে দিয়েছেন সামিত পাটেল। রাজশাহী কিংসের এ ক্রিকেটার ১৩ ইনিংসে ২৭১ রান এবং বল হাতে ১০ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার তিনটি পুরস্কার উঠেছে ইংলিশ এ ক্রিকেটারের হাতে।

সাকিবের পর আসহার জাইদি ‍টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন। এবার কার হাতে বিপিএলের সেরার পুরস্কার উঠে সেটাই দেখার বিষয়।