শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

খুলনায় ৪৮টি খামার স্থাপন

SONALISOMOY.COM
ডিসেম্বর ৮, ২০১৬
news-image

খুলনা  প্রতিবেদক : আমিষের চাহিদা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে খুলনা অঞ্চলে এ বছর ৪৮টি খামার স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ১৪০০ কেজি দুধ উৎপাদন হচ্ছে।

প্রধানমন্ত্রীর দুগ্ধ উন্নয়ন ও কৃত্রিম প্রজনন কর্মসূচির আওতায় এই প্রকল্পে অর্থ দিয়ে সহায়তা করেছে কর্মসংস্থান ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৮ সাল নাগাদ মাংস ও আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি পূরণে প্রধানমন্ত্রীর এ কর্মসূচির আওতায় সহজ শর্তে ঋণদান কর্মসূচি শুরু হয়েছে। এ বছর ৪৮জন খামার মালিককে ৫৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। সুদের হার বছরে মাত্র পাঁচ শতাংশ।

প্রকল্পভূক্ত এলাকাগুলো হচ্ছে সাতক্ষীরা জেলা সদর, কালিগঞ্জ, খুলনা নগরী, ফুলতলা, ডুমুরিয়া, বাগেরহাট জেলা সদর, চিতলমারি, মোড়েলগঞ্জ ও মোংলা উপজেলা।

কর্মসংস্থান ব্যাংক খুলনা শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মিলন কুমার হালদার জানান, এ প্রকল্পে উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। ঋণ পরিশোধেও উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে।

ঋণগ্রহীতারা জানান, প্রধানমন্ত্রীর এ উদ্যেগের ফলে খুলনায় দিন দিন দুগ্ধ খামারের সংখ্যা বাড়ছে।