মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মধ্যম আয়ে পৌঁছাতে বাণিজ্যে নজর দিতে হবে : ইইউ

SONALISOMOY.COM
ডিসেম্বর ৮, ২০১৬
news-image

সচিবালয় প্রতিবেদক :

বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। এ অবস্থা থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার সেকেন্ড সেশন অব ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগে ইইউ প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এসব কথা বলেন।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে ইইউর ৯টি দেশের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৪টি বিজনেস ফোরামের নেতা ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী বলেন, পাঁচটি বিষয়েই বাংলাদেশ ও ইইউর প্রতিনিধি রেখে আলাদা আলাদা কমিটি করা হয়েছে। যেকোনো সমস্যা সমাধানে তারা একযোগে কাজ করবে। দেশের ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে সরকার।

তিনি আরো বলেন, দ্বিতীয় ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগে খোলামেলা আলোচনা হয়েছে। বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। ইইউ বাংলাদেশের অনেক ভালো বন্ধু। ইইউভুক্ত ২৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ইইউ একমাত্র অস্ত্র ছাড়া সব বিষয়ে আমাদের শুল্কমুক্ত সুবিধা দেয়। আশা করি আগামীতে রপ্তানি ২০ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

মন্ত্রী বলেন, ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং মধ্যম আয়ের দেশে আমরা উঠে এসেছি। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে ওঠে এলে সব শর্ত পূরণ করেই আমরা জিএসপি প্লাস পাব, সে বিষয়ে আলোচনা হয়েছে।