শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শনিবার দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

SONALISOMOY.COM
ডিসেম্বর ৮, ২০১৬
news-image

সচিবালয় প্রতিবেদক :

আগামী শনিবার দেশের ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৬-১১ মাসের শিশুকে একটি করে নীল আর ১২-৫৯ মাসের শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যকর্মীসহ সর্বস্তরের সহায়তায় দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ও আরো ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে। ২০১৫ সালের জরিপ মতে, আমরা বলতে পারি, এখন ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগের হার এক শতাংশের নিচে রয়েছে।

জাহিদ মালেক বলেন, সরকারের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশে শিশুমৃত্যুর হার কমে এসেছে। শিশুর অন্ধত্ব রোধ হয়ে স্বাভাবিক জীবন নিশ্চিত হচ্ছে।

এ সময় ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।