মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

SONALISOMOY.COM
ডিসেম্বর ৯, ২০১৬
news-image

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিস্তীর্ণ অঞ্চল কুয়াশায় ঢাকা পড়ে। খেটে খাওয়া মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। দিন শুরুর অনেকটা পরে রোদের দেখা মেলায় শীত বেশি অনুভূত হয়েছে। মানুষ আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক জাহিদ হোসেন জানান, কুয়াশার কারণে রোদের দেখা মিলছে দেরিতে। বাতাস থাকায় জনজীবনে বেশি শীত অনুভূত হচ্ছে।

তিনি জানান, ডিসেম্বরের শেষ ও জানুয়ারির প্রথম দিকে চুয়াডাঙ্গায় শীত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.১ ডিগ্রি সেলসিয়াস।