বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় আরও একটি খাদ্য গুদাম নির্মাণের দাবি সাংসদ এনামুলের

SONALISOMOY.COM
ডিসেম্বর ৯, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামূল হক গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বাগমারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন। সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এলাকার কৃষি পণ্য সংরক্ষণের জন্য আরো একটি খাদ্য গুদামের দাবি জানালে মন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
গতকাল সংসদ অধিবেশনে সাংসদ বলেন, বাগমারা একটি কৃষি প্রধান এলাকা। এ এলাকায় ব্যাপক খাদ্য শস্য উৎপাদন হয়। এসব শস্য সরকারী ভাবে সংরক্ষনের অভাবে কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য হতে বঞ্চিত হয়। কৃষকদের উৎপাদিত শস্য সংরক্ষণের জন্য বাগমারার ভবানীগঞ্জে আরো এক হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার একটি খাদ্য গুদাম নির্মাণের প্রয়োজন। সাংসদ এনামূল হক তার বক্তব্যে আরো বলেন, এ সরকারের গত মেয়াদে বাগমারায় ৫০০ মেট্রিকটন ধারণ ক্ষমতার যে খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে তা যথেষ্ট নয়। এজন্য নতুন গুদাম নির্মাণ জরুরী। সাংসদের এ দাবীর উত্তরে খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বাগমারায় দ্রুত আরো একটি এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণের আশ্বাস দেন ।