বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হবিগঞ্জে ভেজাল মবিল উদ্ধার : আটক ২

SONALISOMOY.COM
ডিসেম্বর ৯, ২০১৬
news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অবৈধ মবিল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মবিল উদ্ধার করেছে সিআইডি পুলিশ।

এ সময় ভেজাল মবিল তৈরিচক্রের দুই সদস্যকেও আটক করা হয়।

বুধবার রাতে জেলা শহরের কামরাপুর পয়েন্টের পশ্চিমে নাজমুল ট্রের্ডাসে অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আমির হোসেন (২৮) ও একই উপজেলার কাউরাকান্দি গ্রামের ছোট মিয়ার ছেলে সাগর ইসলাম কাশেম (১৮)।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) বসু দত্ত চাকমার নেতৃত্বে এই অভিযানে অংশগ্রহণ করেন ওসি আব্দুর রাজ্জাক ও এসআই জুয়েল সরকারসহ একদল পুলিশ।

সিআইডি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ ক্যান মবিল, লেবেল তৈরির মেশিন ও অবৈধ মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করে ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কারখানাটি সিলগালা করা হয়। এ সময় ভেজাল মবিল তৈরি চক্রের দুই সদস্যকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ওসি আব্দুর রাজ্জাক বাদী হয়ে আটককৃত দুইজন ও পলাতক থাকা হোসাইন আহমদ এবং আক্কাছ আলীসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

হবিগঞ্জ সিআইডির এএসপি বসু দত্ত চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুইজনকে কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ব্যাপারে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।