শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

জয়ন্তকে নিয়ে কোহলির রেকর্ড

SONALISOMOY.COM
ডিসেম্বর ১১, ২০১৬
news-image

ক্রীড়া ডেস্ক :
মুম্বাই টেস্টে ব্যাট করতে নেমে টেস্টে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি।

ডাবল সেঞ্চুরি গড়ার পথে অলরাউন্ডার জয়ন্ত যাদবকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন ভারতীয় এ টেস্টে অধিনায়ক।

১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অষ্টম উইকেট জুটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিলেন বর্তমান কোচ অনীল কুম্বলে ও মোহাম্মদ আজহারউদ্দীন। কলকাতা ইডেন গার্ডেনে তারা দুজনে মিলে সর্বোচ্চ ১৬১ রানের জুটি গড়েছিলেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন বিরাট কোহিল ও জয়ন্ত যাদব। চতুর্থ দিন লাঞ্চ বিরতির আগে  ২১৫ রানে পার্টনারশিপ নিয়ে অপরাজিত ছিলেন তারা।

এক পঞ্জিকাবর্ষে তিনটি ডাবল সেঞ্চুরি করা কোহলিই একমাত্র ভারতীয় ক্রিকেটার। এর আগে নিউজিল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ব্যাটিং মাস্টার।