বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রুশ বিমান হামলার মুখে ‘পালমিরা ছেড়েছে আইএস’

SONALISOMOY.COM
ডিসেম্বর ১১, ২০১৬
news-image

সিরিয়ার প্রাচীন পালমিরা শহর দখলের চেষ্টার কয়েক ঘণ্টার পর রুশ বিমান হামলার মুখে শহরটি থেকে পিছু হটেছে তথাকথিত ইসলামিক স্টেটের যোদ্ধারা।

স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা বলছে, রুশ বিমান হামলার মুখে জঙ্গিরা শহরের উপকণ্ঠের দিকে সরে গেছে।

সিরিয় সেনাবাহিনীও আলেপ্পো থেকে সৈন্য এনে পালমিরায় অবস্থান মজবুত করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

উইনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, পালমিরা শহরটি ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। গত মার্চে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়।

সপ্তাহের শুরুতে পালমিরায় প্রবেশের জন্য আক্রমণ শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে প্রবেশে সমর্থ হয়।

এখন ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাশিয়ার ‘তীব্র’ বিমান হামলার কারণে আইএস সেখান থেকে সরে গিয়ে শহরের উপকণ্ঠের কিছু ফলের বাগানে আশ্রয় নিয়েছে।

পালমিরার উপকণ্ঠে এখনো যুদ্ধ চলছে বলে জানা যাচ্ছে।