বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিজয় দিবসে অনুষ্ঠান করবে পরিকল্পনা মন্ত্রণালয়

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৪, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ‘১৬ ডিসেম্বর মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাজধানীর জাতীয় সংসদ ভবনকে কেন্দ্র করে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের ত্রিমাত্রিক প্রক্ষেপণের মাধ্যমে ব্যতিক্রম আঙ্গিকে ভিন্ন মাত্রার এ অনুষ্ঠান প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানসূচিতে রয়েছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ স্বাধীনতা সংগ্রামের খণ্ডচিত্র, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের চিত্র।

অনুষ্ঠানটি একইসঙ্গে রাজধানীর খামারবাড়ী, খেজুরবাগান, আসাদগেট, গণভবন, সোনারগাঁও মোড় এবং বনানী মাঠ প্রাঙ্গনে এলইডি স্কিনে প্রদর্শন করা হবে।

এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপসমূহে বর্তমান সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ মহান স্বাধীনতা সংগ্রামের পোস্টার, ব্যানার ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিভিন্ন ছবি প্রদর্শন করার উদ্যোগ নিয়েছে পরিকল্পনা কমিশন।

অনুষ্ঠানমালা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।