শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পুঁজিবাজারের স্থিতিশীলতায় ৬ হাজার কোটি টাকার বন্ড ইস্যুর দাবি

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৫, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে অর্থমন্ত্রীর কাছে ছয় হাজার কোটি টাকার বন্ড ইস্যু করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নবনির্বাচিত কমিটি।

বুধবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানায় ডিবিএ।

ডিবিএ সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, “নবনির্বাচিত কমিটি হিসাবে আজকে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছি। ”

এ সময় শেয়ারবাজারের স্বার্থে অর্থমন্ত্রীর কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে জানিয়ে আহমেদ রশিদ বলেন, এরমধ্যে শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ছয় হাজার কোটি টাকার বন্ড ইস্যু অনুমতি চাওয়া হয়েছে।

এই দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী লিখিত আকারে প্রস্তাব চেয়েছেন বলে জানান ডিবিএ এর এই নবনির্বাচিত সভাপতি।

তিনি বলেন, “এছাড়া ডিএসইকে আরও দুই বছরের কর অবকাশ দেওয়ার আহ্বান জানিয়েছি আমরা।”

অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় আগামী এক বছরে ডিবিএ এর কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয় জানিয়ে আহমেদ রশিদ বলেন, যার মধ্যে পুঁজিবাজারের প্রথম ২০ ব্রোকার এবং ইস্যুয়ারকে সম্মাননা দেওয়া রয়েছে।

২০ নভেম্বর ডিমিউচ্যুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ) পরবর্তী প্রথমবারের মতো ডিবিএ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯ জন প্রার্থীর প্রতিযোগিতায় ১৫ জন পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন।