বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

যশোরে চীনা নাগরিক হত্যায় দুজনের স্বীকারোক্তি

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৫, ২০১৬
news-image

যশোর প্রতিনিধি:
যশোরের উপশহর এলাকায় চীনা নাগরিককে ‘পিটিয়ে ও শ্বাসরোধে’ হত‌্যার ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইসলামের আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন।

এদিকে, এ ঘটনায় সন্ধ্যায় উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মামলায় গ্রেপ্তার চীনা নাগরিকের দোভাষী নাজমুল হাসান ও তার ভাইপো মুক্তাদির রহমান রাজুকে আসামি করা হয়েছে।

অর্থআত্মসাৎ নিয়ে চেং হি সংয়-এর সঙ্গে ওই দুজনের বিরোধ ছিল বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর এলাকার ২ নম্বর সেক্টরে এক বাড়ি থেকে চীনা নাগরিক চেং হি সংয়ের লাশ উদ্ধার করা হয়। এরপর তার এক কর্মচারীসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, চেং হি সংয়কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত‌্যা করা হয়েছে।