শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অনুপ্রবেশের চেষ্টাকালে ৮০ রোহিঙ্গাকে ফেরত

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৬, ২০১৬
news-image

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কমপক্ষে ৮০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবির সদস্যরা।

শুক্রবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া সীমান্ত এবং টেকনাফের নাফ নদী সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, উখিয়া সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ছয়টি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারের দিকে চলে যেতে বাধ্য করে।

তিনি জানান, ছয়টি নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল। গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের বহনকারী কমপক্ষে ৮৩টি নৌকা ফেরত পাঠানো হয়েছে।

মিয়ানমারের সেনা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।