শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দুপুরে মাঠে নামছে মাশরাফি-তাসকিনরা

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৬, ২০১৬
news-image

ক্রীড়া ডেস্ক :
অস্ট্রেলিয়ায় আজ দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আজ বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল।

এরআগে বিগ ব্যাশের আরেক দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বিসিবি একাদশ।নর্থ সিডনি ওভালে বিগ ব্যাশের শক্তিশালি দল সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজরা নেতৃত্বাধীন বিসিবি একাদশ।

গত ম্যাচের জয়ের ধারা আজও সিডনি থান্ডারের বিপক্ষে অব্যাহত রাখতে চাইবে বিসিবি একাদশ। সিডনির স্পটলেস স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া হয়নি বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। তাছাড়া একাদশের বাইরে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। ইনজুরি কাটিয়ে আসা মুস্তাফিজকে গত ম্যাচেও বিশ্রামে রাখা হয়েছিল। তবে নিউজিল্যান্ডে যাওয়ার আগে আজ শেষ ম্যাচে এ কাটার মাস্টারকে যাচাই করে নিতে পারেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এ মাসের ১৮ তারিখে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে টাইগারদের।