বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ময়নাতদন্ত শেষে চীনা ব্যবসায়ীর লাশ হস্তান্তর

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৭, ২০১৬
news-image

যশোর প্রতিনিধি: যশোরে নিহত চীনা ব্যবসায়ীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা সদর হাসপাতালে শুক্রবার রাত ১০টায় নিহতের স্ত্রী টোমা লাইনসহ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন।

চেং হি সং নামে ৪৫ বছর বয়সী ওই চীনা ব্যবসায়ী বছর পাঁচেক ধরে বাংলাদেশে বসবাস করে আসছিলেন। চীন থেকে ইজিবাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে বেচতেন তিনি।

সাত মাস আগে চেং হি সং যশোর উপশহর এলাকার ২ নম্বর সেক্টরের একটি বাড়ির নিচতলায় গুদাম ভাড়া নেন। ওই গুদাম থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি ইলিয়াস বলেন, লাশ অ্যাম্বুলেন্সে করে সরাসরি ঢাকায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্লেনে করে চিনে নেওয়া হবে।

হত্যাকাণ্ডের ঘটনায় চীনা নাগরিকের ব‌্যবসার কেয়ারটেকার নাজমুল হাসান (২২) ও নাজমুলের ভাতিজা মুক্তাদির রহমান রাজুকে গ্রেপ্তার কেরেছে পুলিশ। তাদের বাড়ি নেত্রোকোনা জেলায়। পরে তাদের নামে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম হাওলাদার মামলা করেছেন। তারা হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।