শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জেএসসি-জেডিসির ফল ২৯ ডিসেম্বর

SONALISOMOY.COM
ডিসেম্বর ২০, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির সমাপনীতে অংশ নেওয়া ২৪ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর।

ওইদিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, আগামী ২৯ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে জেএসসি-জেডিসির ফলাফল তুলে দেওয়া হবে। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।

গত ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নভেম্বরের জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ড এবং জেডিসির সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়। জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির পরীক্ষা হয় ১৯ নভেম্বর নেওয়া হয়।

দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়।