বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কমেছে সবজির দাম

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৩, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। কমেছে বিভিন্ন প্রকার শাকের দাম।

শুক্রবার মোহাম্মদপুরের জনতা মার্কেট, নামাবাজার, টাউনহল, কৃষি মার্কেট, নিউমার্কেট কাঁচাবাজরসহ কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

সবজি ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কমেছে। কেজিপ্রতি শিমের দাম ৪০ টাকা, মূলার কেজি ২০-৩০ টাকা, গাজরের কেজি ৩০-৪০ টাকা, বাধাকপি ও ফুল কপির পিস ২০-৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা। শাল গম ২০ টাকা, পাকা টমেটো ৫০ টাকা, লাউয়ের পিস ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়ার পিস ২০ টাকা, জলপাই ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

নতুন আলু ২৫-৩০ টাকা, শসা ৩০-৪০ টাকা, করলার কেজি ৪০ টাকা, উচ্ছের কেজি ৪০ টাকা, পটলের দাম ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, লম্বা বেগুন ৪০ কাটা ও গোল বেগুনের কেজি ৫০ টাকা।

তবে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। গরুর মাংসের কেজি ৪৪০ টাকা ছিল, বেড়েছে ১০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৬০ টাকা ছিল, কমেছে ১০ টাকা। লাল ডিম ৯৫ টাকা ছিল, কমেছে ১০ টাকা। হাঁসের ডিম ১৪০ টাকা ছিল, কমেছে ১০ টাকা।

শাক বিক্রেতা ইকবাল জানান, সব ধরনের শাকের দাম কমেছে। লাল শাকের আঁটি ৮ টাকা, ডাঁটা ১৫ টাকা, ডাঁটা শাকের আঁটি ৮ টাকা, পালং শাক ৮ টাকা, ধনেপাতার আঁটি ৮ টাকা, কলমি শাকের আঁটি ৫ টাকা, মুলা শাখের আঁটি ৫ টাকা, কাঁচ কলা ৩০ টাকা, লাউ শাকের আঁটি ১৫-২০ টাকা বিক্রি করছেন। যে শাকের আঁটি ৮ টাকা, সেই শাকের তিন আঁটি নিলে ২০ টাকা করে বিক্রি করা হচ্ছে।