শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে এস আই টুটুল ও মানিকের গান

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৩, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: আরাকান জ্বলে পৃথিবী তবুও-জ্বলে না তো প্রতিবাদে,বিচারের বাণী নিভৃতে নয় চিৎকার করে কাঁদে । সম্প্রতি মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের উপর বিশ্ব মানবতার ইতিহাসে নজির বিহীন গণহত্যার প্রতিবাদে এমনই কথামালায় সাজানো একটি প্রতিবাদী গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও আমিরুল মোমেনীন মানিক।
বিলাল হোসাইন নূরী’র গানের কথায় গানটির সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। এ প্রসঙ্গে সুরকার শাহী জানান, নিপীড়িত-নির্যাতিত মানবতার জন্য শিল্পী সমাজের পক্ষে এ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। সেই হিসেবে গানকে আমরা শান্তি ও প্রতিবাদের ভাষা করে তুলেতে চেষ্টা করেছি। টুটুল ও মানিক ভাইয়ের অসাধারণ গায়কী গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
এস কে সমীরের সঙ্গীত পরিচালনায় গানটি প্রযোজনা করেছে সারেগামা একাডেমি। গানটি অতিসত্তর বিভিন্ন টেলিভিশন রেডিও ছাড়াও সামাজিক গণমাধ্যম গুলোতে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
সঙ্গীতশিল্পী মানিক জানালেন, মানবিক তাগিদ থেকেই গানটি করেছি।