বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্ত শ্রোতাদের: কিশোর পলাশ

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৩, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: বাউল গান মানে মায়া, মমতা ও আত্মার তৃপ্ততা ।  এই প্রজন্মের একজন জনপ্রিয় বাউল শিল্পী কিশোর পলাশ । বর্তমান আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যখন লোকসঙ্গীত প্রায় হিমসিম খাচ্ছিলো, তখন নুতন করে এই বাউল সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে যেসব বাউল শিল্পীরা ভূমিকা পালন করে আসছেন তাদের মধ্যে এই শিল্পীর অবদান খুব বেশি না হলেও সামান্য নয় । আমার ভাঙ্গা তরী ছেড়া পাল, “আমার জীবন হইলো ভবের বাড়ি”, সোনাবন্ধুর গান শুনিয়া এর মতো জনপ্রিয় গান গেয়ে ইতিমধ্যে জয় করে নিয়েছেন গান পিপাসু লাখও মানুষের হৃদয় । শ্রোতাপ্রিয়তা পেয়েছে আরও বেশ কিছু গান তার মধ্যে উল্লেখ যোগ্য হলো “যৌবন গেলে আর প্রেম হবেনা”, দিল দিয়া যারে ভালোবাসিলাম” গেন্ডারি পিসাইয়া, গ্রাম গঞ্জে, ঘর লড়বর করে, মনে লয় ডুবিতাম যমুনায় সহ আর অনেক গান । যা বর্তমান প্রজন্মর বাউল গানের রুচি বাড়িয়েছে দ্বিগুন । পৃথিবী থাকবে যতদিন বাংলা লোকগান থাকবে ততদিন । কারণ লোকগানের কথা এবং সুর মিশে আছে প্রতিটি বাঙ্গালীর রক্তে রক্তে । এ গান আমাদের আত্মার কথা বলে আমাদের হৃদয়ের কথা বলে আর বলবেই নদী মাতৃক এ আবহমান বাংলায় । কিশোর পলাশের এ পর্যন্ত অ্যালবাম প্রকাশ পেয়েছে ৩ টি একক অ্যালবাম “ভবের বাড়ি”, “জয়গুরু”,“দয়াল” ১ টি দ্বৈত্য অ্যালবাম ”একজোড়া “সহ অর্ধ শতাধিক মিক্সড অ্যালবাম । বর্তমানে এই শিল্পীর “সমন জারী” শিরোনামে “মরণ গাড়ী” মিক্সড অ্যালাবামে প্রকাশিত হয়েছে একটি গান । অ্যালবামটি প্রকাশিত হয়েছে “সিডি চয়েজ” এর ব্যানারে । গানটি লিখেছেন সঞ্জয় শীল । এছাড়াও তরুণ প্রজন্মের উদিয়মান লেখক সোহাগ ওয়াজিওল্লার লেখা “রঙ্গের মানুষ” শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ । পরিচয় শিরোনামের অ্যালবামটি প্রকাশিত হতে যচ্ছে খুব শিঘ্রই দেশের সনামধন্য কোম্পানি জি-সিরিজের ব্যানারে। দীর্ঘ দুই বছর পর জনপ্রিয় শিল্পী এফ এ সুমনের ফিচারিং এ অগ্নিবীনা জি-সিরিজের ব্যানারে আগামী বৈশাখে আসতে চলেছে এই শিল্পীর আর একটি একক অ্যালবাম । সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তার ভক্ত শ্রোতাদের ।