শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাউলের গানে আমরা খুঁজে পাই কোমলতা, রাজিব শাহ

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৩, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: মাটির কোমল মায়া দিয়েই যেন সৃষ্টি হয় এক একটি বাউল শিল্পীর । তাই বাউলের গানে আমরা খুঁজে পাই কোমলতা, মায়া, মমতা ও আত্মার তৃপ্ততা । তেমনি এক মায়াভরা কন্ঠের বাউল শিল্পী রাজিব শাহ । ভীষণ প্রতিভাবান এই শিল্পী ইতি মধ্যো জয় করে নিয়েছেন বাংলার হাজারো মানুষের হৃদয় । তার কন্ঠে সোভা ছড়িয়েছে যেসব গান তার মধ্যে উল্লেখযোগ্য যেমন, “যদি আমায় ভালোবাসো নবো সেজে এসো “ “মন মজালে ওরে বাউলা গান”, “নিদয়ারে ভালোবেসে”, “বলো স্বরুপ” ইত্যাদি সহ আরও অনেক গান । সঙ্গীত বাজারে তার একক এ্যালবাম “অনুরাগের বীণা”, “মানব জনম”। বর্তমানে এই শিল্পীর গাওয়া একটি গান “আপন ঘর” এ্যালবাম “মরণ গাড়ী” । আর গানটি লিখেছেন সঞ্জয় শীল । এই এ্যালবামটি  “সিডি চয়েজ” এর ব্যানারে এখন বাজারে । এছাড়াও “রাধে জাগিও জাগিও” নামে তার আর একটি গান জি-সিরিজের ব্যানারে বাজারে আসতে চলেছে । গানটি লিখেছেন ইব্রাহিম খলিল । শিল্পী বলেন গান গুলি শ্রোতাদের খুবই ভালো লাগবে ।