বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দক্ষিণখানে জঙ্গিবিরোধী অভিযান, মামলা দায়ের

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৬, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা ভবনে জঙ্গিবিরোধী অভিযানের পর মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় এ মামলা দায়ের করে।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় চার আত্মসমর্পণকারীসহ আটজনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় ৫০ নম্বর সূর্যভিলায় জঙ্গি আস্তানা ঘেরাও করে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেখানে ১৬ ঘণ্টার ‘অপারেশন রিপল ২৪’ নামের জঙ্গিবিরোধী অভিযানে দুই জঙ্গি নিহত হয়। তারা হলেন জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা এবং আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদরীর কিশোর ছেলে আফিফ ওরফে শহীদ ওরফে আদর কাদরী।

অভিযানে এক শিশু আহত ও দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন। এরা হলেন প্রাক্তন মেজর ও মিরপুরের রূপপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তার মেয়ে এবং পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী তৃষ্ণা ও তার মেয়ে।

শনিবার দুপুর ১২টা ২৪ মিনিটে সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালায় নারী জঙ্গি শাকিরা। এতে ইকবালের মেয়ে আহত হয়। পরে ভেতর থেকে তানভীর কাদরীর ছেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও গুলি চালায়। তবে তার মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।