মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রানওয়েতে পাক খেয়ে ছিটকে গেল উড়োজাহাজ, আহত ১৫

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৭, ২০১৬
news-image

অনলাইন ডেস্ক: ভারতের গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ১৫৪ জন আরোহী নিয়ে রওয়ানা হওয়া জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়েতে ৩৬০ ডিগ্রি পাক খেয়ে একপাশে ছিটকে পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, রোববার সকালের এ ঘটনার পর জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার সময় ১৫ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ছবিতে দেখা গেছে, আহত যাত্রীরা স্ট্রেচারে শুয়ে আছেন আর মেডিকেল কর্মীরা তাদের চিকিৎসা করছেন। যাত্রীদের কারো কারো হাড় ফেটে গিয়ে জখম হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিটকে পড়া উড়োজাহাজটির পেছন দিকের একটি অংশ রানওয়েতে ছিল। এতে বিমানবন্দরের কার্যক্রম কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল।

জেট এয়ারওয়েজের ফ্লাইটটি গোয়া থেকে মুম্বাই যাচ্ছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মহাপরিদপ্তর এবং বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ বলেছে, “সব যাত্রী ও ক্রু’কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়ার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।”

পরে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের মুম্বাই পাঠানো হয় বলে জানিয়েছে এয়ারলাইনটি।