মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রেকর্ড জয়ে শীর্ষেই চেলসি

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৭, ২০১৬
news-image

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে উড়েই চলছে চেলসি। একের পর এক লিগ ম্যাচে জিতে নিজেদের সেরাটা জানান দিয়ে চলছে ব্লুজরা। সবশেষ ইংলিশ লিগে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে জিতে রেকর্ড সৃষ্টি করেছে অ্যান্তেনিও কোন্তে।

গতকাল রাতে স্টামফোর্ড ব্রিজে ইংলিশ লিগে নিজেদের টানা ১২ তম জয় পায় চেলসি। প্রতিযোগিতাপূর্ণ ইংলিশ লিগে এই প্রথম টানা এত ম্যাচে জয় পেল ব্লুজরা। ঘরের আঙ্গিনায় চেলসির জয়ে একটি করে গোল করেন পেদ্রো ও এডেন হ্যাজার্ড। অপর সাফল্যটি আসে বোর্নমাউথের স্টিভ কুকের আত্মঘাতি গোলের কল্যাণে।

লা লিগার মতো অন্য লিগের খেলোয়াড়রা বড় দিনের ছুটিতে থাকলেও বিশ্রাম নেই ইংলিশ লিগের খেলোয়াড়দের। বড় দিনের ছুটির পরই খেলতে নেমে ইতিহাস গড়ে চেলসি।

স্টামফোর্ড ব্রিজে দুর্বল বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রোর গোলে লিড পায় চেলসি। ফ্যাব্রিগাসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত আক্রমনে গোলটি করেন তিনি। প্রথমার্ধে পাওয়া ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতি যায় স্বাগতিকরা।

বিশ্রাম শেষে মাঠে নামার ৪ মিনিটের মধ্যেই চেলসির ব্যবধান দিগুন হয়। এ সময় বোর্নমাউথের এক খেলোয়াড় এডেন হ্যাজার্ডকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর এ পেনাল্টি থেকে গোল করে চেলসিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হ্যাজার্ড।ম্যাচের অতিরিক্ত সময়ে বোর্নমাউথের স্টিভ কুকের আত্মঘাতি গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যান্তেনিও কোন্তের প্রশিক্ষিত দলটি।

ঘরের মাঠের এ জয়ে ১৮ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল চেলসি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে বোর্নমাউথ। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।