শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়ে সমাপনীর সমালোচনা

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩০, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাচ্চাদের রেজাল্ট হলেই কিছু বুদ্ধিজীবী টিভি টক শোতে গিয়ে বলেন, শিক্ষার মান নাকি কমে গেছে। এতে করে বাচ্চাদের মনোবল কমছে।

তিনি বলেন, ‘যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়ালেখা করে, মূলত তারাই জেএসি, জেডিসি ও পিইসি সমাপনী পরীক্ষার বিরুদ্ধে কথা বলেন।’

শুক্রবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অনেক শিক্ষক ক্লাসে পড়ান না, কোচিংয়ে পড়ান। এগুলো আর চলবে না। আইন করে কোচিং বাণিজ্য এবং নোটবই-গাইডবই বন্ধ করা হবে।’

নাহিদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে জামায়াত। তাদের নাম মুখে নিলে দাঁত মেজে কুলি করতে হবে। স্বাধীনতার পর থেকে তারা দেশকে পেছনে নিয়ে যেতে চক্রান্ত করেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উৎসাহিত ও তরুণদের বোঝাতে হবে। জঙ্গিবাদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বৃহস্পতিবার ৪টি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতবারের চেয়ে ফলাফল ভালো। মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করছে।’

অনুষ্ঠানে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে মোট ৫৭৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ ও অবসর সুবিধা বাবদ মোট ২৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।