শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে উত্তর কোরিয়া

SONALISOMOY.COM
জানুয়ারি ১, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন দাবি করেছেন, দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে রয়েছে তার দেশ।

নতুন বছরের বার্তায় উন বলেছেন, আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছেন তারা।

গত বছর দুটি পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ছিল এখন পর্যন্ত তাদের তৈরি সর্বোচ্চ ক্ষমতা ও পাল্লার ক্ষেপণাস্ত্র।

জাতিসংঘের এক প্রস্তাবে উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানানো হয়। কিন্তু জাতিসংঘের আহ্বানের তোয়াক্কা না করে পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটি।

২০১১ সালে বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার শাসনভার গ্রহণ করেন কিম জং-উন। কিন্তু তিনি তার পূর্বপুরুষদের ধারাবাহিকতায় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে সব সময় হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন। শনিবার এক টেলিভিশন ভাষণে কিম জং-উন বলেন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎক্ষেপণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়া দাবি করেছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে সাফল্য পেয়েছে তারা। বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হওয়ার দাবি করেছে দেশটি।

তবে যুক্তরাষ্ট্র মনে করে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা এখনো হয়নি উত্তর কোরিয়ার।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।