শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারায় বই উৎসবের উদ্বোধন করলেন সাংসদ এনামুল হক

SONALISOMOY.COM
জানুয়ারি ২, ২০১৭
news-image

রাজশাহীর বাগমারার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণের মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার চানপাড়াস্থ বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি থেকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উৎসবের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহম্মদ আব্দুল মুমীতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে মাধ্যমিক, মাদ্রাসা, এবতেদায়ী, কারিগরি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আট লাখ বই বিতরণ করা হয়েছে।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেছেন, প্রধানমন্ত্রী গ্রামাঞ্চরে মেধাবী হতদরিদ্র শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার জন্যই বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি চালু করেছেন। পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমান বই বিনামূল্যে বিতরণ করা হয় না। কেবল মাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।