বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান

SONALISOMOY.COM
জানুয়ারি ৬, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে তিনি বলেন, ‘শনিবার সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত বিভাগসহ পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি। সরকারি দল ঢাক-ঢোল পিটিয়ে সভা-সমাবেশ করলেও বিরোধী দলের বেলায় যত বিপত্তি।’

তিনি বলেন, মূলত সরকার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে একদলীয় দেশে পরিণত করেছে।

তিনি আরো বলেন, ‘বিএনপির মতো দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের যেকোনো অনুষ্ঠান সার্বিকভাবে সফল করতে হলে কমপক্ষে দু’তিন দিন আগে থেকে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে, বড় কোন সভা-সমাবেশ করার ক্ষেত্রে মাত্র কয়েক ঘণ্টা আগে সরকারের অনুমতি পাওয়ার নজীর আছে।’

সমাবেশের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রস্তত থাকতে বলেন বিএনপির এই নেতা।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি নেওয়া কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শাসকদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলেও এ সময় অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শাসকদলের ক্যাডাররা অতর্কিত আক্রমণ করেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আহত ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তিনি।