বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পুলিশের সেবায় কোনো টাকা লাগে না
বাগমারায় ওপেন হাউসডেতে রাজশাহীর এসপি

SONALISOMOY.COM
জানুয়ারি ১০, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি:
পুলিশের সেবা নিতে কোনো টাকা লাগে না, নিজ দায়িত্বেই পুলিশ সেবা দিয়ে থাকে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইঞা।  পুলিশ নিজের দায়িত্বে থেকেই সেবা করে থাকে। তিনি কোনো রকম ভীতি না করে পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার রাজশাহীর বাগমারায় কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেছেন। থানা চত্বরে আয়োজিত উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে  ও থানার ওসি সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, বাগমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নাসিমা খাতুন, মুক্তিযোদ্ধা সুনিল কুণ্ডু, চেয়ারম্যান মোস্তফা কামাল, অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, আলমগীর হোসেন সরকার, সাংবাদিক জিল্লুর রহমান, ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান, তাহেরপুর মসজিদের ইমাম সাইদুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা শরিফুল ইসলাম সান্টু প্রমুখ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী, তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ভবানীগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা, জাফর হোসেন, নার্গিস খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার রেজাউল করিম রোবল প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেছেন, থানায় মামলা, জিডি বা অভিযোগ করতেও কোনো টাকা লাগে না। যদি কোন পুলিশ টাকা দাবি করেন তাহলে তাঁকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অনুষ্ঠানে আসা লোকজনদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।