বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘মেডেল অব ফ্রিডম’ পেয়ে অশ্রুসিক্ত জো বাইডেন

SONALISOMOY.COM
জানুয়ারি ১৩, ২০১৭
news-image

‌আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডমে’ (স্বাধীনতা পদক) ভূষিত করেছেন। এ সময় তাকে দেশের ইতিহাসে যোগ্যতম ভাইস প্রেসিডেন্ট হিসেবেও আখ্যা দেন ওবামা।

দেশের প্রতি ভালোবাসা, আমেরিকানদের বিশ্বস্ততা অর্জন এবং সারাজীবন একনিষ্ঠ সেবাদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করা হলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউজে এ সম্মাননা দেওয়া হয়।

তবে সম্পূর্ণ আকষ্মিকভাবেই বারাক ওবামা তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এই সর্বোচ্চ সম্মানজনক পুরস্কারের ঘোষণা দেন।

গৌরবময় এমন সম্মান পেয়ে জো বাইডেন বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, আমি জানি আমি এই সম্মানের উপযুক্ত নই, তবে আমি এও জানি প্রেসিডেন্ট তার অন্তরের অন্তস্থল থেকেই আমার জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন।

পদকে ভূষিত হয়ে জো বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় থাকার প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট মেয়াদের শেষ সময়ে নিজ হাতে ‘মেডেল অব ফ্রিডম’ দিতে পেরে নিজের খুব ভালো লেগেছে বলে জানান বারাক ওবামা। তিনি বলেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে সেরা ভাইস প্রেসিডেন্ট। তিনি আমেরিকার ইতিহাসের এক সিংহ পুরুষ।